"Bangladesh Protikhon" হলো একটি স্বীকৃত ও প্রতিষ্ঠিত প্রিন্ট এবং অনলাইন সংবাদপত্র, যা ২০১5 সালে সরকারিভাবে নিবন্ধিত হয়। আমাদের প্রতিষ্ঠাতা ও গাইডিং ডিরেক্টর মোঃ আলতাফ হোসেন খাঁন–এর নেতৃত্বে আমরা নিরপেক্ষ সংবাদ পরিবেশন, সত্যের অনুসন্ধান এবং পাঠকের আস্থা অর্জনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিশ্বাস, পেশাদারিত্ব এবং আধুনিক সাংবাদিকতার মিশেলে "Bangladesh Protikhon" আজ একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত।