প্রকাশনা কাল: ২৩শে এপ্রিল ২০১৪ইং
সেলিনা আক্তার, মৌলভীবাজার:

”সাংসদের ছত্রছায়ায় মাদক ব্যবসা, প্রশাসন নির্বাক” শিরোনামে বাংলাদেশ প্রতিক্ষণে সংবাদ পরিবেশনের পর রাতে কয়েকজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করলেও সাংসদের ছত্রছায়ায় তাদের ছেড়ে দেয় হয় রাতেই। প্রশাসন যেন নির্বাক ।
প্রসঙ্গত, মৌলভীবাজারে মাদক ব্যবসা সাংসদের পৃষ্ঠপোষক হিসেবে নাম রয়েছে মৌলভীবাজার-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন ও সাংসদপূত্র যুবলীগ নেতা আব্দুল হাই সহ স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতারা।
প্রশাসন নিরব ভূমিকায় জনমনে ক্ষুব বিরাজ করছে।
শীর্ষ মাদক ব্যবসায়ীদের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় সিলেটের শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে যাঁদের নাম এসেছে, তাঁদের মধ্যে প্রথম ১০ জনের বাড়ি মৌলভীবাজার উপজেলায়। তাঁরা হলেন রবিউল ইসলাম ওরফে রবি (৩৫), নওশাদ আলী (৬০), মো. সেলিম (৩০), মো. হযরত আলী (৩৫), নাজিবুর (৩৫), তোফাজ্জল (৩৭), হায়দার আলী (৪৩), সোহেল (২৮), সেতাবুর রহমান ওরফে বাবু (২৭) ও টিপু (২৫)।