এক শ্রেণীর সুবিধাভোগীর চক্রান্তে বিগত ৮৫ বছর ধরে বর্ধিত হয়নি মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার সীমানা। ৪০ বছর পূর্বে বর্ধিত এলাকার গেজেট হলেও আজও তা বাস্তবায়ন হয়নি। একই অযুহাতে বিগত ১০ বছর ধরে নির্বাচন হয়নি শ্রীমঙ্গল পৌরসভার।
পৌরসভার সর্বশেষ গেজেট অনুযায়ী বধির্ত অংশ নিয়ে সারা দেশের সাথে সরকার নির্ধারিত আগামী পৌর নির্বাচন সম্পন্ন করার দাবীতে ৬ নভেম্বর রাতে শ্রীমঙ্গল নতুন বাজারে পৌর এলাকার নাগরিকরা নাগরিক সভা করেন। এ সময় সভার সিন্ধান্ত মোতাবেক ১৪ নভেম্বর সকালে এ দাবীতে মানববন্ধনের ডাক দেন তারা।

এক শ্রেণীর সুবিধাভোগীর চক্রান্তে বিগত ৮৫ বছর ধরে বর্ধিত হয়নি মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার সীমানা। ৪০ বছর পূর্বে বর্ধিত এলাকার গেজেট হলেও আজও তা বাস্তবায়ন হয়নি। একই অযুহাতে বিগত ১০ বছর ধরে নির্বাচন হয়নি শ্রীমঙ্গল পৌরসভার।
পৌরসভার সর্বশেষ গেজেট অনুযায়ী বধির্ত অংশ নিয়ে সারা দেশের সাথে সরকার নির্ধারিত আগামী পৌর নির্বাচন সম্পন্ন করার দাবীতে ৬ নভেম্বর রাতে শ্রীমঙ্গল নতুন বাজারে পৌর এলাকার নাগরিকরা নাগরিক সভা করেন। এ সময় সভার সিন্ধান্ত মোতাবেক ১৪ নভেম্বর সকালে এ দাবীতে মানববন্ধনের ডাক দেন তারা।
শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আছকির মিয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইউছুফ আলীর সঞ্চালনায় বক্তব্যদেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি জিলুর আনাম চেমন, আশিদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিক আহমদ ও পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীনসহ বিভিন্ন এলাকার মুরব্বীগণ।