শেখ জুয়েল রানা (প্রতিনিধি)
শ্রীমঙ্গল, ২৮ জানুয়ারি ২০২০: শ্রীমঙ্গলে কলেজ রোডস্থ বসুন্ধরা অাবাসিক এলাকার রাস্তা রাস্তা পরিদর্শন শেষে এলাকাবাসীর সাথে বৈঠক করলেন শ্রীমঙ্গল উপজেলা অাওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের প্রধান সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান; শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জিল্লুল আনাম চৌধুরী চেমন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন, শ্রীমঙ্গল পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তহিরুল ইসলাম মিলন, সমাজসেবক মাজিদ চৌধুরী, এলাকার আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সভাপতি আব্দুল মালেক, দেওয়ান আব্দুল করিম চৌধুরী, সাইদুর রহমান, আজাদ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৈঠক থেকে শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে মুঠোফোনে রাস্তার উন্নয়ন প্রকল্প নিয়ে এলাকাবাসীর দাবীর কথা তুলে ধরলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল।
বসুন্ধরার রাস্তা পরিদর্শন শেষে এলাকাবাসীর সাথে বৈঠক করলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল।
Spread the love