Spread the love
বহুল আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা দায়ে প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ মামলার ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।
এ রায় বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী শাজাহান সাজু। বেলা সোয়া ১১টার দিকে নুসরাত হত্যার রায় ঘোষণার পর তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

আইনজীবী শাজাহান সাজু বলেন, আদালত বলেছেন- বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো মেয়ে আর এ ধরনের হত্যার শিকার হবে না। ভবিষ্যতে আর কোনো নারী এ ধরনের ঘটনার শিকার হবে না। সব আসামিকে আইনের ১ ও ৩০ ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।