Spread the love
সিআরপি রোডের একটি বাসার ছাদে ধারণ করা একটি ভিডিওতে অন্যের লাগানো গাছ কেটে সাবাড় করতে দেখা যায় এক নারীকে। এতে দেখা গেছে, হিজাব পরা সেই নারী ছাদে শখ করে লাগানো অন্যের গাছ কেটে সাবাড় করছেন। প্রতিবাদ করায় যারা গাছ লাগিয়েছেন তাদের ওপর হামলার চেষ্টা করছেন।
ঘটনার ভিডিওসহ এ বিষয়ে ফেসবুকে গতকাল মঙ্গলবার পোস্ট দেন ভুক্তভোগী সুমাইয়া হাবিব। পোস্টটি সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। অনেকে গাছ কাটা সেই নারীর তীব্র সমালোচনা করেন।

সাভারে বাড়ির ছাদের গাছ কেটে ভাইরাল হওয়া সেই নারী এবার জানিয়েছেন তিনি অনুতপ্ত। তিনি বলেছেন, গাছ কেটে আমি ঠিক কাজ করিনি, আমি অনুতপ্ত।