স্টাফ রিপোর্টার”শেখ জুয়েল রানা’
মৌলভীবাজার, ১১ ফেব্রুয়ারি ২০২০: জীবনে গেয়েছিলে জীবনের জয়গান, চলে গেলেও গেয়ে যাবে তোমার আলোছায়া জীবন-মৃত্যুর গান।
বঙ্গবন্ধু লেখক পরিষদ মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক, রাজনগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, কবিতা পরিষদ রাজনগর সাধারণ সম্পাদক, সাপ্তাহিক রাজনগর পত্রিকার সম্পাদক কবি অাহমদ ফয়সল আজাদ আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
শিল্প সাহিত্য সংস্কৃতি ও সংবাদ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া!
বঙ্গবন্ধু লেখক পরিষদ মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক, রাজনগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, কবিতা পরিষদ রাজনগর সাধারণ সম্পাদক, সাপ্তাহিক রাজনগর পত্রিকার সম্পাদক কবি আহমদ ফয়সল আজাদের মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের প্রধান সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।
বঙ্গবন্ধু লেখক পরিষদ মৌলভীবাজার গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন।
কবি অাহমদ ফয়সল আজাদের মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক তাপস কুমার ঘোষ, শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক মো. রোহেল অাহমদ এবং শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন।
কবি আহমদ ফয়সল আজাদ আর নেই : ওয়ার্কার্স পার্টি ও আরপি নিউজের শোক প্রকাশ
Spread the love