স্টাফ রিপোর্টার” শেখ জুয়েল রানা’
শ্রীমঙ্গল, ১৫ মার্চ ২০২০: ওয়াটার ব্যাগ ফেটে গিয়ে গরম পানি পড়ে শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের হাত ও পায়ের অনেকাংশ জ্বলে যায়। এতে তিনি গুরুতর অসুস্থ হলে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিট থেকে চিকিৎসা নেন। বর্তমানে তিনি শ্রীমঙ্গলের সরকারি বাসভবনে বেড রেস্টে রয়েছেন।
দ্রুত সুস্থ হয়ে কর্মক্ষেত্রে নিজেকে নিয়োজিত করতে উপজেলাবাসীসহ সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া ও অাশীর্বাদ কামনা করেছেন তিনি।
শ্রীমঙ্গলের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান। এবং তিনি অাশাবাদ ব্যক্ত করে বলেছেন, উপজেলাবাসীসহ সর্বস্তরের জনসাধারণের দোয়া ও অাশীর্বাদে জনপ্রিয় এই প্রশাসক দ্রুত সুস্থ হয়ে কর্মক্ষেত্রে নিজেকে নিয়োজিত করতে সক্ষম হবেন।
