Spread the love
এম.সি.কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ, গণিতবিদ প্রফেসর ধীরেশ চন্দ্র সরকার মঙ্গলবার দিবাগত রাত ১২.১৫ মিনিটে পরলোক গমন করেন।
জানা গেছে, এ বিশিষ্ট শিক্ষাবিদের মরদেহ হিমাগারে রাখা হয়েছে। তার আমেরিকা প্রবাসী ছেলে দেশে ফেরার পর তার শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তাঁর মৃত্যুতে এম.সি.কলেজ পরিবার গভীর শোক প্রকাশ করেছে।

এম সি কলেজের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী সর্বোপরি শিক্ষাবান্ধব, মৃদুভাষী, অমায়িক ও পরোপকারী বিশিষ্ট এ-শিক্ষাবিদের অভাব কখনো পূরণ হবার নয়।
বিজ্ঞপ্তিতে তাঁর আত্মার শান্তি কামনা করা হয় ও শোকাহত পরিবার পরিজনের প্রতি জ্ঞাপন করা হয়
গভীর সমবেদনা